ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আন্তর্জাতিক ফ্লাইটে স্থগিতাদেশ আরও এক মাস বাড়ালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ৩১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আন্তর্জাতিক ফ্লাইটে স্থগিতাদেশ আরও এক মাস বাড়ালো ভারত

প্লেন (ফাইল ছবি)

আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের নিষেধাজ্ঞা আরও একমাস বাড়িয়েছে ভারত। করোনা পরিস্থিতির অবনতি হওয়ার এই স্থগিতাদেশ বাড়ানো হয়েছে।

এর আগের সিদ্ধান্তে ৩১ জুলাই (শুক্রবার) পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিলো।  তবে শুক্রবার ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানোর কথা বিবৃতিতে জানিয়েছে দেশটির এভিয়েশন রেগুলেটরি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

বিবৃতিতে ডিজিসিএ উল্লেখ করেছে, আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিবহন সেবা আগামী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (ভারতীয় সময়) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

তবে সব ধরনের আন্তর্জাতিক কার্গো অপারেশন এবং ডিজিসিএ অনুমোদিত ফ্লাইট এ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়