ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভ্রমণকারীর বিনামূল্যে করোনা পরীক্ষা করবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩০, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভ্রমণকারীর বিনামূল্যে করোনা পরীক্ষা করবে জার্মানি

সব ধরণের ভ্রমণকারীকে দেশে প্রবেশের ৭২ ঘন্টার মধ্যে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা (পিসিআর বা পলিমার চেইন রিয়েকশন) করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান এক বিবৃতিতে শুক্রবার (৩১ জুলাই) এ তথ্য জানান। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

তিনি বলেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি একটি পরিষ্কার সতর্কবার্তা। এই ভাইরাস কয়েকদিনেই চলে যাবেনা। সুতরাং যে কেউ দেশে প্রবেশে করা মাত্রই স্বেচ্ছায় বিনা মূল্যের এ পরীক্ষা করা উচিৎ।

জার্মানি বর্তমানে করোনাভাইরাস সংক্রমণে নতুন উত্থানের মুখোমুখি এবং ধারণা করা হচ্ছে যে যারা বাইরে থেকে দেশে ঢুকছেন তারা এই ভাইরাস নিয়ে আসছেন।

এ পর্যন্ত দেশটিতে ২ লাখ ১০ হাজারের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ হাজার ১৪৭ জন প্রাণ হারিয়েছেন।

ঢাকা/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়