ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে বার্লিনে সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৭, ২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে বার্লিনে সমাবেশ

করোনাভাইরাস ঠেকাতে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে সারা বিশ্বে। কিন্তু জার্মানির বার্লিনে মানুষ এবার এসব বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে এসেছেন।

দেশটির প্রায় ১৭ হাজারের বেশি মানুষ একত্রিত হয়ে বিশাল এক প্রতীবাদ সমাবেশে যোগ দিয়েছেন ব্র্যান্ডেনবার্গ গেট এলাকায়। খবর সিএনএনের।

এর আগে সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক না পরার কারণে সমাবেশে যোগদান করা বিক্ষোভকারীদের কড়া সমালোচনা করেছে পুলিশ। স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে এক আয়োজকের বিরুদ্ধে পুলিশ অভিযোগও দায়ের করেছে।

এই মুহুর্তে জার্মানিতে কড়াকড়ি আইন জারি করা রয়েছে যে প্রত্যেককে অবশ্যই দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে। যেখানে এমন দূরত্ব মানা সম্ভব হবে না সেখানে মুখে মাস্ক পরিধান বাধ্যতামূলক।

 

ঢাকা/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়