ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাঞ্জাবে বিষাক্ত মদ পানে ৮৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাঞ্জাবে বিষাক্ত মদ পানে ৮৬ জনের মৃত্যু

ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে কয়েক দিনে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এখনও কতজন হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি সেই সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারছেন না চিকিৎসকরা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাপে পড়ে রাজ্য সরকার আবগারি দপ্তরের সাতজন অফিসার এবং ছয় পুলিশকর্মীকে বরখাস্ত করেছে। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে। 

গত বুধবার সন্ধ্যায় অমৃতসরের কাছে মুচ্ছল গ্রামে প্রথম বিষাক্ত মদ পান করে মৃত্যুর খবর আসে। শনিবার রাতের মধ্যে সেই সংখ্যা বেড়ে ৪৮ জন হয়ে যায়। রোববার সকাল পর্যন্ত শুধু তরন তারন জেলায় ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া অমৃতসরে ১২ জন এবং গুরুদাসপুরের বাটালায় ১১ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশে অবস্থিত খাবারের দোকানগুলোতে এসব বিষাক্ত মদ বিক্রি করা হতো। শনিবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ মদ তৈরির কাঁচামাল জব্দ করেছে। 

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক দিনকর গুপ্তা জানান, রাজপুরা, পাতিয়ালা ও শম্ভুতে মূলত অভিযান চালানো হয়েছিল।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়