ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২৪ ঘণ্টার হিসাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে ছাড়িয়ে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
২৪ ঘণ্টার হিসাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে ছাড়িয়ে ভারত

করোনা সংক্রমণে ২৪ ঘণ্টার হিসাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে ছাড়িয়ে গেছে ভারত। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা  সংক্রমণ নিয়ে প্রকাশিত তথ্যে এমনটাই দেখা গেছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৫২ হাজার ৯৭২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৭ হাজার ৫১১ জন ও ২৫ হাজার ৮০০ জন। সময়ের হিসাবে আক্রান্তের নিরিখে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে পিছনে ফেলল ভারত। এই বৃদ্ধির জেরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ তিন হাজার ৬৯৫ জন। যেখানে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ২৭ লাখ ৩৩ হাজার ও প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে ৪৬ লাখ ৬৭ হাজার জন।

গত কয়েক দুই দিনে অবশ্য ভারতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৭ হাজার, রোববার কমে হয়েছিল ৫৫ হাজার, সোমবার তা ৫৩ হাজারেরও নিচে নেমে এসেছে। 

গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৭৭১ জনের। এ নিয়ে ভারতে মোট ৩৮ হাজার ১৩৫ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৫ হাজার ৫৭৬ জন।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়