ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৈরুতে বিস্ফোরণের পর বন্দর কর্মকর্তাদের গৃহবন্দির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বৈরুতে বিস্ফোরণের পর বন্দর কর্মকর্তাদের গৃহবন্দির নির্দেশ

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের কারণ শতভাগ নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে বন্দরের গুদামে অরক্ষিত অ্যামোনিয়াম নাইট্রেটকে দায়ী করা হচ্ছে। এসব বিস্ফোরক দ্রব্য যারা রেখেছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত বন্দর কর্মকর্তাদের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে লেবানিজ মন্ত্রিপরিষদ। জরুরি সভা শেষে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য দিয়েছেন এক সরকারি সূত্র।

কতজন কর্মকর্তাকে গৃহবন্দি রাখা হবে কিংবা তাদের পদমর্যাদা কী তা স্পষ্ট নয়। লেবাননের তথ্যমন্ত্রী মানাল আব্দেলসামাদ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এসব কর্মকর্তাদের গৃহবন্দি করা হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে।

আব্দেলসামাদ সাংবাদিকদের জানান, বিস্ফোরণের পর গঠিত তদন্ত কমিটি চিহ্নিত করার পরপরই ওই কর্মকর্তাদের গৃহবন্দি করা হবে। বিচারমন্ত্রীর নেতৃত্বে এই কমিটিতে প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার প্রধানরা আছেন।

আগামী পাঁচদিনের মধ্যে এই কর্মকর্তাদের গৃহবন্দি করা হবে। একই সময়ের মধ্যে তদন্ত কমিটি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনবে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়