ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনার টিকা জাতীয়তাবাদ নিয়ে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার টিকা জাতীয়তাবাদ নিয়ে হুঁশিয়ারি

করোনার টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণের বিষয়ে সতর্ক করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ধনী দেশগুলো কেবল নিজেদের জন্য চিকিৎসা ব্যবস্থাটি  সংরক্ষণ করলে দরিদ্র দেশগুলো সংক্রমণের মুখে থাকবে। এর ফলে ধনীরা নিরাপদে থাকবে সে প্রত্যাশা করতে পারে না।

শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। গত সপ্তাহে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাত লাখ। 

বৃহস্পতিবার আসপেন সিকিউরিটি ফোরামের অনলাইন আলোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস জানিয়েছেন, ধনী দেশগুলোর স্বার্থেই করোনাভাইরাস থেকে প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত প্রয়োজন।

তিনি বলেন, ‘টিকা জাতীয়তাবাদ ভালো নয়, এটি আমাদের সাহায্য করতে পারবে না।’

টেডরন বলেন, ‘বিশ্বকে দ্রুত আরোগ্যের জন্য একসঙ্গে আরোগ্য পেতে হবে। কারণ এটা বিশ্বায়নের বিশ্ব : অর্থনীতি একসঙ্গে সংশ্লিষ্ট। বিশ্বের একাংশ কিংবা গুটিকয়েক দেশ নিরাপদ স্বর্গ হতে পারে না এবং আরোগ্য পেতে পারে না।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ এর ক্ষতি কম তখনই হবে যখন সেই দেশগুলো তাদের প্রতিশ্রুত অনুদান দেবে।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়