ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে

ডিসেম্বরের মধ্যে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের তিন লাখ মানুষ মারা যেতে পারে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বড় শহরগুলোর নেতারা যদি মাস্ক পরাসহ করোনা প্রতিরোধক অন্যান্য ব্যবস্থাগুলো পরিচালনা করতে না পারেন তাহলে ডিসেম্বরের মধ্যে তিন লাখ আমেরিকান মারা যাবেন। করোনা মহামারিকালে আরও মানুষ যদি মাস্ক ব্যবহার করে তাহলে ৭০ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউ ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের পরিচালক ড. ক্রিস্টোফার মারে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের রোলারকোস্টার দেখছি। দেখা গেছে, সংক্রমণ যখন বাড়ছিল তখন মানুষ মাস্ক ব্যবহার করছে এবং সামাজিক দূরত্ব যথাযথভাবে মেনে চলেছে। এরপর সংক্রমণ যখন কমে গেল, মানুষ সুরক্ষা ব্যবস্থা থেকে ফিরে আসতে শুরু করলো।’

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ করোনায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজার করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গত তিন মাসে এক দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়