ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে ১৯১ আরোহী নিয়ে দুর্ঘটনায় বিমান

আন্তর্জাাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে ১৯১ আরোহী নিয়ে দুর্ঘটনায় বিমান

ভারতের কেরালায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে একটি যাত্রীবাহী বিমান। স্থানীয় সময় শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে খোজিকোদ আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

রাজ্যে বিজেপির এমপি কেজে আলফোনস এনডিটিভি অনলাইনকে জানিয়েছেন, দুবাই থেকে আসা বিমানটিতে ১৯১ জন আরোহী ছিলেন। 

কেরালার পুলিশ প্রধান জানিয়েছেন, অন্তত ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বিমানের দুই পাইলট রয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আরোহীদের মধ্যে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, দুই পাইলট ও পাঁচ জন কেবিন ক্রু ছিলেন।দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়নি। আরোহীদের অধিকাংশকে বের করে আনা হয়েছে। অন্ততপক্ষে ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পাওয়া দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বিমানটি দুই টুকরা হয়ে গেছে। রানওয়েতে দুর্ঘটনাকবলিত বিমানটির বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। বিমানে থাকা অনেক যাত্রী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়া পুলিশ ও অগ্নিনির্বাপন বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়