ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। সেই হিসেবে দেশটির প্রতি ৬৬ জন বাসিন্দার মধ্যে একজন ভাইরাসে আক্রান্ত বলে রোববার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনার সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৫০ হাজার ৬০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ১৯৯ জন এবং মারা গেছেন ৯৭৬ জন। দেশটিতে কোভিড-১৯ এ মৃতের মোট সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৭৪ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এখানে পাঁচ লাখ ৫৬ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১০ হাজার ৩১৩ জন। তালিকায় এর পরের অবস্থানে আছে ফ্লোরিডা। এখানে পাঁচ লাখ ২৬ হাজার ৫৭ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন আট হাজার ১০৯ জন। অবশ্য করোনায় মৃতের সংখ্যা ফ্লোরিডার চেয়ে টেক্সাসে বেশি। এই রাজ্যে মধ্য মার্চ থেকে এ পর্যন্ত আট হাজার ৫১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়