ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্রাজিলে করোনায় মৃত্যু এক লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে করোনায় মৃত্যু এক লাখের বেশি

ব্রাজিলে কোভিডে আক্রান্ত হয়ে এক লাখের বেশি মানুষের মৃত্যু হলো। শনিবার (৮ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। একই দিনে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে।

২১ কোটি ২০ লাখ মানুষের দেশটিতে মোট ১ লাখ ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত বিশ্বের শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৩০ লাখ ১২ হাজার ৪১২ জন। ৫০ লাখের বেশি সংক্রমণ নিয়ে তাদের উপরে যুক্তরাষ্ট্র, যেখানে মারা গেছেন ১৬ লাখের বেশি।

ব্রাজিলিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় আরও ৯০৫ জনের মৃত্যুর খবর দিয়েছে এবং আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৯৭০ জন। সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. হোসে দাভি উরবায়েজ বলেছেন, ‘আমাদের জীবন হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা অনেকটা বিশ্বযুদ্ধের মতো ট্র্যাজেডি।’

গত ২৬ ফেব্রুয়ারি সাও পাউলোতে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর ১২ মার্চ প্রথমবার কোভিড রোগীর মৃত্যু ঘটে। পাঁচ মাস পেরিয়ে গেলে তা কমার কোনও লক্ষণ নেই। দেশটিতে মৃত্যু এক লাখ ছাড়িয়ে যাওয়ায় নিহতদের স্মরণে কংগ্রেসে চারদিনের শোক ঘোষণা করেছেন সিনেট স্পিকার দাভি আলকোলুম্ব্রে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়