ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্ষেপলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্ষেপলেন ট্রাম্প

প্রবীণ স্বাস্থ্যসেবা নিয়ে মিথ্যা দাবির বিষয়ে প্রশ্ন করায় ক্ষেপে গিয়ে সংবাদ সম্মেলন থেকে চলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিউ জার্সি গলফ ক্লাবের বেডমিনস্টারে এ ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম সমন্বিত প্রবীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থার বাইরে থাকা যোগ্য প্রবীণরা যাতে সরকারি চিকিৎসা পান সেজন্য ২০১৪ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভেটেরানস চয়েস প্রোগ্রাম (ভিসিপি) আইন করেন। অথচ প্রবীণদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত এই বিল পাস নিয়ে ট্রাম্প এ পর্যন্ত ১৫০ বারের বেশি মিথ্যাচার করেছেন বলে জানিয়েছে সিএনএন। ট্রাম্প কেবল ২০১৮ সালে ভিএ মিশন অ্যাক্ট নামে একটি আইনে স্বাক্ষর করেছিলেন। এই আইনটি ওবামার আমলের প্রবীণ স্বাস্থ্য সেবা আইনের সংশোধনী কেবল।

শনিবার ট্রাম্প সংবাদ সম্মেলনে দাবি করেন, একমাত্র তিনিই ভেটেরানস চয়েস প্রোগ্রাম পাস করেছেন। 

তিনি বলেন, ‘তারা দশকের পর দশক এটি পাস করার চেষ্টা করেছেন। কিন্তু কোনো প্রেসিডেন্টই এটি পাস করাতে সক্ষম হননি। আমরা এটা করতে পেরেছি।’

সিবিএস নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি পওলা রিড প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ‘কেন আপনি বারবার বলছেন,ভেটেরানস চয়েস আপনি পাস করিয়েছেন?’ 

এর জবাব না দিয়ে অন্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তবে পওলা তার প্রশ্ন করা অব্যাহত রাখেন।

তিনি বলেন, ‘আপনি বলছেন, ভেটেরানস চয়েস প্রোগ্রাম (ভিসিপি) পাস করিয়েছেন। কিন্তু এটা ২০১৪ সালে পাস হয়েছে...এটি আপনার মিথ্যা বিবৃতি।’

এরপরই সংবাদ সম্মেলন থেকে আকস্মিকভাবে বেরিয়ে যান প্রেসিডেন্ট। 


 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়