ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়েছে ছাই

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়েছে ছাই

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত (ফাইল ছবি)

ইন্দোনেশিয়ায় জাগ্রত একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে আকাশে কালো ছাই ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাত্র তিন দিনের ব্যবধানে সুমাত্রা দ্বীপের আগ্নেয়গিরি ‘মাউন্ট সিনাবাং’ দুই বার জাগ্রত হয়ে ওঠে। এর ফলে আকাশে ৫ কিলোমিটারের মধ্যে কালো ছাই ছড়িয়ে পড়েছে।  

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় স্থানীয়দের ওই স্থান থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে অবস্থান করতে বলা হয়েছে। একইসঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।  

প্রায় ৪শ বছর ধরে ঘুমন্ত থাকা মাউন্ট সিনাবাং ২০১০ সালে হঠাৎ জাগ্রত হয়ে ওঠে। এরপর ২০১৬ সালে এর অগ্ন্যুৎপাতের ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়।  

ইন্দোনেশিয়ায় ১২০টি জাগ্রত আগ্নেয়গিরির মধ্যে অন্যতম একটি মাউন্ট সিনাবাং।

ঢাকা/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়