ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

১০২ দিন পর নিউজিল্যান্ডে করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১০২ দিন পর নিউজিল্যান্ডে করোনা রোগী শনাক্ত

১০২ দিন পর নিউজিল্যান্ডে প্রথম স্থানীয়ভাবে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এর পরপরই মঙ্গলবার দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে লকডাউন ঘোষণা করা হয়েছে।

ফেব্রুয়ারিতে বিশ্বের অধিকাংশ দেশে করোনার সংক্রমণ ব্যাপক হারে শুরু হলেও নিউজিল্যান্ড ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরদার্ন। 

মঙ্গলবার আরদার্ন জানিয়েছেন, অজ্ঞাত সূত্রের মাধ্যমে অকল্যান্ডের একটি পরিবারের চার জন করোনায় সংক্রমিত হয়েছেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘১০২ দিন পর আমাদের আইসোলেশন বা কোয়ারেন্টাইন সুবিধা ব্যবস্থাপনার বাইরে কোভিড-১৯ এর প্রথম আক্রান্তদের পেয়েছি আমরা। ...এই দৃশ্য ঠেকাতে আমরা অবিশ্বাস্য কঠোর পরিশ্রম করেছিলাম।’

সংক্রমণ ঠেকাতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি এবং এর জন্য প্রস্তুত।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়