ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশ ছেড়ে পালিয়েছেন বেলারুশের বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দেশ ছেড়ে পালিয়েছেন বেলারুশের বিরোধীদলীয় নেতা

নির্বাচনে জালিয়াতির অভিযোগের পর দুই রাত ধরে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর দেশ ছেড়ে পালিয়েছেন বেলারুশের বিরোধীদলীয় নেতা সেভেতলানা তিখানোভস্কায়া। তিনি লিথুনিয়ায় আশ্রয় নিয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।

এক ইউটিউব ভিডিওতে সেভেতলানা জানিয়েছেন, সন্তানদের কথা ভেবে তিনি দেশ ছেড়ে গেছেন। 

প্রেসিডেন্ট নির্বাচনের আগেই গ্রেপ্তার করা হয়েছিল সেভেতলানার স্বামীকে। নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করায় দলের হাল ধরেন সেভেতলানা। নির্বাচনের ফলাফলে দেখা গেছে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ৮০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন পর্যবেক্ষক ও বিরোধী দলের সদস্যরা।

১৯৯৪ সাল থেকে বেলারুশ শাসন করছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। তিনি বিরোধী দলের সমর্থকদের বিদেশ থেকে নিয়ন্ত্রিত ‘ভেড়া’ বলে অভিহিত করেছেন।

সোমবার নির্বাচন নিয়ে অভিযোগ করতে গেলে সাত ঘণ্টার জন্য আটক রাখা হয় সেভেতলানাকে। পরে একটি ভিডিওতে তার সমর্থকদের পুলিশের সঙ্গে সংঘর্ষে না জড়ানোর আহ্বান জানান। ওই ভিডিওটি তাকে আটক রাখার সময় তৈরি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়