ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভেন্টিলেটর সাপোর্টে প্রণব মুখার্জি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৩, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভেন্টিলেটর সাপোর্টে প্রণব মুখার্জি

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি এবং তার অবস্থা সংকটাপন্ন, দিল্লির একটি আর্মি হাসপাতাল মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় তাদের বুলেটিনে এ খবর জানিয়েছে।

সোমবার (১০ আগস্ট) হাসপাতালে অন্য একটি কাজে যান প্রণব। সেখানেই ৮৪ বছর বয়সী সাবেক রাষ্ট্রপ্রধানের করোনা শনাক্ত হয়। তারপর থেকে আর্মি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরে রক্ত জমাট বাঁধার কারণে মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয় তার।

ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে প্রণবকে, এমন খবর নিশ্চিত হয়েছে আর্মি হাসপাতালের এক বিবৃতিতে, ‘সোমবার মস্তিষ্কের রক্ত জমাট বাঁধার কারণে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় সাবেক প্রেসিডেন্টের। তার কোনও উন্নতি লক্ষণ করা যায়নি এবং তার অবস্থা আরও খারাপের দিকে। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে।’

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রের শীর্ষস্থানে দায়িত্ব পালন করা প্রণব সোমবার টুইটে জানান তার করোনায় আক্রান্তের খবর। একই সঙ্গে তার সংস্পর্শে আসা প্রত্যেককে সেল্ফ আইসোলেশনে যাওয়ার ও পরীক্ষা করানোর অনুরোধ করেন তিনি।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়