ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিন সপ্তাহ পর অস্ট্রেলিয়ায় সবচেয়ে কম সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তিন সপ্তাহ পর অস্ট্রেলিয়ায় সবচেয়ে কম সংক্রমণ

তিন সপ্তাহেরও বেশি সময় পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সবচেয়ে কম কোভিড রোগী শনাক্ত হলো অস্ট্রেলিয়ায়। কর্তৃপক্ষের আশা, ভিক্টোরিয়া রাজ্যে বয়ে যাওয়া সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবার নিয়ন্ত্রণে আসতে যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ভিক্টোরিয়ায় ২৭৮ জনের করোনা পজিটিভ হয়েছে, আগের দিন যা ছিল ৪১০ জন। অস্ট্রেলিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য নিউ সাউথ ওয়েলসে নতুন করে ১২ জন আক্রান্তের খবর মিলেছে। আর শেষ ২৪ ঘণ্টায় একজন রোগীও পাওয়া যায়নি কুইন্সল্যান্ড রাজ্যে।

করোনাভাইরাসকে নিয়ন্ত্রণের পর আবারও তা থাবা বসায় অস্ট্রেলিয়ায়। তবে তা গত কদিন ধরে কমতে শুরু করেছে। ২০ জুলাইয়ের পর থেকে এদিন একদিনে সবচেয়ে কম ২৯০ জন আক্রান্ত হয়েছেন।

অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে এই পরিস্থিতিকে স্বাগত জানিয়েছে। দেশটির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা মাইকেল কিড চ্যানেল নাইনকে বলেছেন, ‘আমি মনে করি আমাদের অপেকষা করতে হবে এবং দেখতে হবে পরের কয়েক সপ্তাহ কী হয়। তারপরই নিশ্চিত করা যাবে করোনার পরিস্থিতি কতটা ভালো হওয়ার পথে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়