RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২০ ||  আশ্বিন ১৬ ১৪২৭ ||  ১৩ সফর ১৪৪২

উ. কোরিয়ার সীমান্ত শহরে লকডাউন প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
উ. কোরিয়ার সীমান্ত শহরে লকডাউন প্রত্যাহার

উত্তর কোরিয়ার সীমান্তের নিকটবর্তী প্রধান শহর থেকে লকডাউন তুলে নিলেন শীর্ষ নেতা কিম জং উন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে এই খবর। করোনাভাইরাসের আশঙ্কায় গত কয়েক সপ্তাহ ধরে ওই শহরের হাজার হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সঙ্গে সভা শেষে কায়েসং শহর থেকে লকডাউন প্রত্যাহারের ঘোষণা দেন উন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা বলেছেন, তিন সপ্তাহ পর কায়েসংয়ের করোনা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। লকডাউনে সহযোগিতা করার জন্য বাসিন্দাদের প্রতি সন্তুষ্টির কথা জানান তিনি।

জুলাইয়ে দক্ষিণ কোরিয়া থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কায়েসংয়ে ঢোকে এক উত্তর কোরীয় নাগরিক। তার করোনার উপসর্গ দেখা দিলে লকডাউন ঘোষণা করা হয় শহরটিতে। তার করোনা পরীক্ষা করালেও ফলাফল গোপন রেখেছে কর্তৃপক্ষ। 

অবশ্য উত্তর কোরিয়ার সীমান্ত বন্ধই থাকবে জানান উন। এছাড়া ভাইরাস বিরোধী প্রচারণা এবং সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যায় হাজার হাজার ঘরবাড়ি, রাস্তা ও সেতুর ক্ষতি হলেও বহিরাগত কোনও সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়