ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অকল্যান্ডে আরও ১২ দিন লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অকল্যান্ডে আরও ১২ দিন লকডাউন

গত মঙ্গলবার (১১ আগস্ট) একই পরিবারের চারজনের করোনাভাইরাস শনাক্তের পর অকল্যান্ডে তিনদিনের জন্য লকডাউন ঘোষণা করেছিল নিউজিল্যান্ড সরকার। নতুন করে গত তিনদিনে আরও ২৬ জনের পজিটিভ হওয়ায় শহরটিতে ১২ দিন বাড়ানো হলো লকডাউন।

১০২ দিন পর প্রথম স্থানীয়ভাবে সংক্রমিত কোভিড রোগী শনাক্ত হয়েছিল অকল্যান্ডে। বৃহস্পতিবার ১৪ জন নতুন রোগী পাওয়া যায়, শুক্রবার (১৪ আগস্ট) আরও ১২ জনের করোনা ধরা পড়েছে। একজনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে। তাদের তিনজন আবার অকল্যান্ডের বাইরের শহর টোকোরাওয়ের বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিন্স।

করোনা মহামারি দ্বিতীয় দফায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় ১৬ লাখ বাসিন্দার শহরে লকডাউন বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন, ‘বর্তমান সংক্রমণ ধরে রাখতে আরও ১২ দিনের জন্য অর্থাৎ পুরো দুই সপ্তাহ লকডাউনের ব্যাপারে রাজি হয়েছেন মন্ত্রিপরিষদ।’
 

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ