ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনার টিকার উৎপাদন শুরু করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার টিকার উৎপাদন শুরু করেছে রাশিয়া

করোনাভাইরাস প্রতিরোধী টিকার ব্যাপক উৎপাদন শুরু করেছে রাশিয়া। শনিবার রুশ স্বাস্থ্য দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনিস্টিটিউ অব এপিডেমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উন্নয়ন করা করোনার সংক্রমণ প্রতিরোধী টিকার উৎপাদন শুরু হয়েছে।’

এর আগে রুশ কর্মকর্তারা জানিয়েছিলেন, চলতি মাসের শেষ নাগাদ উৎপাদনে যাবে স্পুৎনিক ভি নামের টিকাটি।

গত সপ্তাহে বিশ্বে প্রথম করোনার টিকা রেজিস্ট্রেশন করে রাশিয়া। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত বাজারে আনতে গিয়ে রাশিয়া টিকার নিরাপত্তার অনেক বিষয়ে ছাড় দিয়েছে। পর্যাপ্ত সংখ্যক লোকের ওপর টিকার ট্রায়াল চালানো হয়নি বলেও দাবি তাদের।

তবে রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, সব মান বজায় রেখেই তারা টিকার উন্নয়ন করেছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়