ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কমলার চেয়ে আমার ভারতীয় সমর্থক বেশি’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘কমলার চেয়ে আমার ভারতীয় সমর্থক বেশি’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসকে নিয়ে তীর্যক মন্তব্য বন্ধ করছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেছেন, কমলার চেয়ে তার অনেক বেশি ভারতীয় সমর্থক রয়েছে।

নিউ ইয়র্ক পুলিশ বিনোভোলেন্ট অ্যাসোসিয়েশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, ‘জো বাইডেন প্রেসিডেন্ট হলে তিনি আমেরিকার প্রত্যেকটি পুলিশ বিভাগকে দুর্বল করতে দ্রুত আইন পাশ করবেন এবং সম্ভবত কমলা আরো এক কদম খারাপ। তিনি ভারতীয় বংশোদ্ভূত। তারচেয়ে অনেক বেশি ভারতীয় সমর্থক আমার আছে।’

জো বাইডেন পুলিশের বিরুদ্ধে লড়বেন দাবি করে ট্রাম্প বলেন, ‘এই লোকটি আপনাদের মর্যাদা ও সম্মান কেড়ে নিচ্ছে...বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদ থাকবে না।’

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প কমলা হ্যারিসের জন্মস্থান নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন। তিনি কমলার ভাইস প্রেসিডেন্ট পদে বসার‘সাংবিধানিক যোগ্যতা ’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ১৯৬৪ সালের ২০ অক্টোবর জন্ম কমলা হ্যারিসের। তারা বাবা জ্যামাইকান ও মা ভারতীয়। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়