ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুস্থ হলেও ফের করোনায় আক্রান্তের ঝুঁকি থাকছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুস্থ হলেও ফের করোনায় আক্রান্তের ঝুঁকি থাকছে

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থতার কতদিন পর পুনরায় শনাক্ত পরীক্ষা করতে হবে সে ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। এতে বলা হয়েছে, সংক্রমণ থেকে সুস্থতার পর তিন মাসের মধ্যেও ভাইরাসে আক্রান্তের ঝুঁকি থাকে। 

সিডিসি জানিয়েছে, তিন মাসের মধ্যেও করোনায় আক্রান্তের ঝুঁকি থাকে। তবে এই আক্রান্তদের মাধ্যমে অন্যরা সংক্রমিত নাও হতে পারে।

সংস্থাটি বলেছে, ‘যাদের কোভিড-১৯ পজিটিভ হয়েছিল তাদের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই কিংবা তিন মাস পর আবারও আক্রান্তের লক্ষণ দেখা না দিলে শনাক্ত পরীক্ষার প্রয়োজন নেই।’

অবশ্য সিডিসি জানিয়েছে, এর মানে এই নয় যে, যাদের কোভিড-১৯ হয়েছিল তারা পুরোপুরি মুক্ত অথবা তাদের অ্যান্টিবডিতে কোনো প্রভাব পড়বে না।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘সাম্প্রতিক তথ্য-উপাত্তে ইঙ্গিত মিলছে, প্রাথমিকভাবে আক্রান্ত হওয়ার তিন মাস পর পুনরায় লক্ষণ দেখা না দিলে কারো শনাক্ত পরীক্ষার প্রয়োজন নেই।’

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখনও কোভিড-১৯ অ্যান্টিবডি ও পুনরায় সংক্রমণের বিষয়ে খুব বেশি তথ্য জানা যায়নি। এর আগের গবেষণায় দেখা গিয়েছিল, করোনা থেকে সুস্থ হওয়ার তিন মাস পর্যন্ত পুনরায় সংক্রমণের শিকার নাও হতে পারে আক্রান্ত ব্যক্তি। তবে চীনের একটি গবেষণায় দেখা গেছে সংক্রমণ থেকে সুস্থতার দুই থেকে তিন মাসের মধ্যে অনেক রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়েছে।


 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়