ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাপানে আঘাতের পর দ. কোরিয়ায় চোখ টাইফুন ‘হেইশেন’র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১০:৪০, ৭ সেপ্টেম্বর ২০২০
জাপানে আঘাতের পর দ. কোরিয়ায় চোখ টাইফুন ‘হেইশেন’র

ঝড়ে বিপর্যস্ত জনজীবন

জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হানার পর, দক্ষিণ কোরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন ‘হেইশেন’। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানের দিকে চোখ ঝড়টির।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে সামুদ্রিক ঝড়টি এগিয়ে আসছে। এরইমধ্যে ঝড়ের প্রভাবে তীব্র বাতাসে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

ঝড়ের কেন্দ্রে থাকা অন্তত এক হাজার লোককে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ১০টি বিমানবন্দরের ৩শ ফ্লাইট বাতিল করা হয়েছে।  জাতীয় উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি বাতিল করা হয়েছে ট্রেন সার্ভিস।

এদিকে টাইফুন ‘হেইশেন’র আঘাতে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাইশু অঞ্চলে অন্তত সাড়ে ৪ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। ঝড়ের কবলে পড়ে নারীসহ আহত হয়েছেন ৩২ জন। 

এর আগে গত জুলাই মাসে জাপানের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার কারণে ২০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। বন্যায় সে সময় ৮৩ জন মানুষ মারা যাওয়ার পর সে ক্ষতি কাটিয়ে না ওঠার চেষ্টার মধ্যেই ফের প্রাকৃতিক দুর্যোগে পড়েছে সূর্যোদয়ের দেশটি।

ঢাকা/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়