ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে তৈরি করোনার টিকা প্রথমবার প্রদর্শন করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৫০, ৭ সেপ্টেম্বর ২০২০
দেশে তৈরি করোনার টিকা প্রথমবার প্রদর্শন করলো চীন

দেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন প্রথমবার প্রদর্শন করলো চীন। এই সপ্তাহে বেইজিং বাণিজ্য মেলায় প্রদর্শনীর জন্য রাখা হয়েছে ছোট ছোট তরলের শিশিগুলো, যা দেশটিতে করোনা নির্মূলে আশা জাগিয়ে তুলেছে।

চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেক ও সিনোফার্ম উৎপাদন করছে করোনার টিকা। অবশ্য কোনও কোম্পানি এখনও ভ্যাকসিন বাজারে ছাড়েনি। এ বছরের শেষ দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় ধাপের   পরীক্ষার পর অনুমোদন দেওয়া হবে।

সিনোভ্যাক প্রতিনিধি এএফপিকে বলেছেন, এক বছরে ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ উৎপাদনের জন্য একটি কারখানা তৈরি করে ফেলেছে তারা।

সম্ভাব্য ‘গেম চেঞ্জিং’ এই টিকা দেখতে বাণিজ্য মেলায় এর বুথের আশপাশে বেশ ভিড় দেখা গেছে সোমবার (৭ সেপ্টেম্বর)।

গত মে মাসে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, দেশে তৈরি যে কোনও ভ্যাকসিন ‘সবার জন্য’ সহজলভ্য হবে। 

সিনোফার্ম বলেছে, তাদের তৈরি ভ্যাকসিন এক থেকে তিন বছরের জন্য অ্যান্টিবডি তৈরি করবে। তবে তা নিশ্চিত করা যাবে শেষ ধাপের পরীক্ষার পর। চীনের রাষ্ট্রীয় ট্যাবলয়েড গ্লোবাল টাইমস গত মাসে জানিয়েছে, ‘ভ্যাকসিনের দাম খুব বেশি চড়া হবে না।’

সিনোফার্মের চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে তারা বলেছেন, দুই ডোজের মূল্য এক হাজার ইউয়ানের নিচে থাকবে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়