ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আরও ৩ বছর থাকছে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ৮ সেপ্টেম্বর ২০২০  
আরও ৩ বছর থাকছে করোনাভাইরাস

টিকা আসলেও করোনাভাইরাস আরও তিন বছর সংক্রমণ ঘটাতে পারে। জার্মানির ইউনিভার্সিটি অব বনের ইনিস্টিটিউট অব ভাইরোলোজির পরিচালক অধ্যাপক হেন্ড্রিক স্ট্রিক এই তথ্য জানিয়েছেন।

অধ্যাপক হেন্ড্রিক জানান, ভাইরাসের বিস্তার অবশ্যম্ভাবী। জনগণের অবশ্যই উচিত ব্যাপক সংক্রমণ রোধে নতুন জীবনযাত্রা গ্রহণ করা।

তিনি বলেন, ‘এই ভাইরাস উধাও হচ্ছে না। এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। এটি এখানে (পৃথিবীতে) আরও তিন বছর থাকছে এবং আমাদেরকে এর সঙ্গে জীবনযাপনের উপায় খুঁজে বের করতে হবে।’

স্কটিশ মেইলকে দেওয়া সাক্ষাৎকারে হেন্ড্রিক বলেন, ‘যাহোক, ব্যাপক লোকসমাগম যেখানে হয় সেখানে অনেক বেশি সংক্রমণ ঘটতে পারে বিধায় এর ব্যাপক বিস্তার বন্ধ করা সত্যিকারার্থে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘আমরা জানি সামাজিক দূরত্ব, বড় ধরনের সমাগম এবং মাস্কে মুখ ঢাকা সংক্রমণরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি ব্যাপক সংক্রমণ থাকে তাহলে এই সাধারণ পদক্ষেপগুলো বিস্তার রোধে আপনাকে সাহায্য করবে।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়