ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চীনা সাংবাদিকদের বাসায় হানা দিয়েছিল অস্ট্রেলিয়া: সিনহুয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২০
চীনা সাংবাদিকদের বাসায় হানা দিয়েছিল অস্ট্রেলিয়া: সিনহুয়া

চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে বিরাজমান উত্তেজনার পারদ আরও উপরে উঠলো। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, জুনে তাদের সাংবাদিকদের বাসায় হানা দিয়েছিল অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার এজেন্টরা। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তাদের এই দাবির আগে আটক হওয়ার ভয়ে মঙ্গলবার চীন থেকে দেশে ফিরে গেছেন দুই অস্ট্রেলিয়ার সাংবাদিক বিল বার্টলস ও মাইক স্মিথ। চীন ছাড়ার আগে দেশটির গোয়েন্দাদের নানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তারা। এক সপ্তাহ আগে সিজিটিএনের প্রখ্যাত অস্ট্রেলিয়ান উপস্থাপিকা চেং লেইকে আটক করেছিল চীন, যাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছে তারা।

বুধবার চীনের দুই রাষ্ট্রীয় মুখপত্রের দাবি, চীনা রিপোর্টারদের বাসাতেও অস্ট্রেলিয়ান পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হানা দিয়েছিল। কিন্তু তাদের মুখ খুলতে বারণ করা হয়। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৬ জুন অনির্দিষ্ট সংখ্যক চীনা

সাংবাদিকদের বাড়িতে ‘অভিযান’ পরিচালনা করা হয়েছিল। কোনও সূত্রের উল্লেখ না করে সংবাদমাধ্যমটি বলেছে, রিপোর্টারদের ‘চুপ’ থাকতে বলা হয়েছিল।

আরেকটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমস বলছে, চীনা সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং একই সঙ্গে জব্দ করা হয়েছিল তাদের কম্পিউটার ও স্মার্টফোন। এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন এমন এক অজ্ঞাত সূত্রের বরাতে এসব জানায় তারা। পরিচয় গোপন রেখে এক বিশেষজ্ঞের বক্তব্য প্রকাশ করেছে তারা, ‘এই ঘটনা তথাকথিত গণমাধ্যমের স্বাধীনতা ধরে রাখার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ভণ্ডামিকে তুলে ধরেছে।’

সিনহুয়ার দাবি, অস্ট্রেলিয়ান রাজনীতিক শাওকুয়েট মোসেলমানের বাসা ও অফিসে অভিযান চালানোর দিনেই চীনা সাংবাদিকদের বাসায় হানা দেওয়ার ঘটনা ঘটেছিল। করোনা পরিস্থিতি নিয়ে চীনের পদক্ষেপের প্রশংসা করায় মোসেলমানের বাসায় গোয়েন্দারা গিয়েছিল বলে দাবি এই বার্তা সংস্থার।

চীনাদের এই অভিযোগের প্রতিক্রিয়ায় বুধবার অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি (আসিও) বলেছে, ‘দীর্ঘদিনের অনুশীলনবশত আসিও গোয়েন্দা সম্পর্কিত বিষয়ে কোনও মন্তব্য করে না।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়