ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফ্রান্সে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৮:২৭, ১০ সেপ্টেম্বর ২০২০
ফ্রান্সে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত

মহামারি করোনাভাইরাসে ফ্রান্সে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে ৮ হাজার ৫৭৭ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। খবর আল জাজিরার।

এর আগে করোনার প্রথম দফা সংক্রমণের সময় একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছিল। কিন্তু দ্বিতীয় দফা সংক্রমণ শুরুর পর চলতি মাসের শুরুর দিকে সেই রেকর্ড ভেঙে যায়। ৪ সেপ্টেম্বর সেখানে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয় ৮ হাজার ৯৭৫ জন। পরদিন অবশ্য ৮ হাজার ৫৫০ জন আক্রান্ত হয়েছিল। সেটাকে ছাড়িয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) আক্রান্ত হল ৮ হাজার ৫৭৭ জন। 

ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ লাখ ৪৪ হাজার ১০১ জন। এ যাত্রায় বাংলাদেশকে পেছনে ফেলেছে তারা।

গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সে মারা গেছে ৩০ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ৭৯৪ জন। মঙ্গলবার সেখানে মারা গিয়েছিল ৩৮ জন। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়