ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে করোনা আক্রান্ত ৪৫ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৪২, ১১ সেপ্টেম্বর ২০২০
ভারতে করোনা আক্রান্ত ৪৫ লাখ ছাড়ালো

করোনা পরীক্ষা করা হচ্ছে (ফাইল ছবি)

২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় শনাক্তের নতুন রেকর্ড গড়েছে ভারত। মৃত্যুর সংখ্যায়ও নতুন রেকর্ড গড়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ভারতের জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৫৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে মোট ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। 

একই সময়ে করোনায় মারা গেছেন এক হাজার ২০৯ জন। মোট মৃত্যু হয়েছে ৭৬ হাজারের বেশি মানুষের। মৃত্যুর হার ১ দশমিক ৬ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বুলেটিনে তার আগের ২৪ ঘণ্টার তথ্যে ৯৫ হাজার ৭৩৫ জন করোনায় আক্রান্তের খবর দেওয়া হয়। এ সময়ে ১ হাজার ১৭২ জন মারা যান।  যা ছিলো একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। তবে শুক্রবার সে সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড হয়েছে।

অন্যদিকে দেশটিতে কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। সুস্থ হওয়ার হার ৭৭ দশমিক ৭৬ শতাংশ।  

১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ১১ লাখ ৭২ হাজার নমুনা পরীক্ষা করা হয়।

ঢাকা/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়