ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কুস্তি চ্যাম্পিয়ান নাভিদের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:০৭, ১২ সেপ্টেম্বর ২০২০
কুস্তি চ্যাম্পিয়ান নাভিদের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

ইরানের কুস্তি চ্যাম্পিয়ান নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

২০১৮ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময় এক নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাতের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অবশ্য বিচার চলাকালে আফকারি অভিযোগ করেছিলেন মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে নির্যাতন করা হয়েছে। ইরানের বিচার বিভাগ এই অভিযোগ অস্বীকার করেছিল।

আফকারির দণ্ড বাতিল না করলে বিশ্বের ৮৫ হাজার অ্যাথলেটদের একটি সংগঠন ইরানকে খেলাধুলার আন্তর্জাতিক অঙ্গন থেকে ইরানকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিল। সম্প্রতি আফকারির মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান সেসব হুমকি বা আহ্বান কানে তোলেনি।

দক্ষিণের প্রদেশ ফার্সের বিচার বিভাগের প্রধানের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম বলেছে, ভিক্টিমের পরিবার ও অভিভাবকদের অনুরোধে আইনগত প্রক্রিয়া শেষে আজ সকালে’ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়