ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফ্রান্সে প্রথমবার একদিনে ১০ হাজারের বেশি সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:২০, ১৩ সেপ্টেম্বর ২০২০
ফ্রান্সে প্রথমবার একদিনে ১০ হাজারের বেশি সংক্রমণ

ফ্রান্সে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিদিন ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ হাজার ৫৬১ জন রোগী শনাক্ত হয়েছে। একদিনে প্রথমবার ১০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হলো সেখানে।

ফ্রান্সে দৈনিক আক্রান্তের আগের রেকর্ড হয়েছিল বৃহস্পতিবার। ওই দিন ৯ হাজার ৮৪৩ জনের করোনা পজিটিভ হয়েছিল। শনিবার (১২ সেপ্টেম্বর) তা ছাড়িয়ে গেলো।

নতুন সংক্রমণের ঢেউয়ে শুক্রবার থেকে বাড়তি বিধিনিষেধ আরোপ করেছে সরকার। প্রধানমন্ত্রী জ্য কাস্তে আরও বেশি বেশি করোনা পরীক্ষা করার ও উচ্চ সংক্রমিত এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপের আশ্বাস দিয়েছেন।

গত সপ্তাহ জুড়ে কোভিড নিয়ে ২ হাজার ৪৩২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসিইউতে ৪১৭ জন ভর্তির কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ ঘণ্টায় ১৭ জন সহ এ পর্যন্ত ফ্রান্সে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৯১০ জনের। বেশির ভাগের মৃত্যুই হয়েছে হাসপাতাল ও নার্সিং হোমে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৩ হাজার ৯১১ জন।
 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়