ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৈরুতে এক সপ্তাহে তৃতীয়বার অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২০
বৈরুতে এক সপ্তাহে তৃতীয়বার অগ্নিকাণ্ড

গত মাসে লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দুইশ মানুষ নিহত হন, আহত হয়েছেন হাজারো মানুষ। এখনও আতঙ্কিত শহরের বাসিন্দারা। এরই মধ্যে এক সপ্তাহে তৃতীয়বার রাজধানী শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শহরের সুপরিচিত একটি ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রয়াত ইরাকি বংশোদ্ভুত ব্রিটিশ স্থপতি জাহা হাদিদের নকশা করা ভবনটি এখনও নির্মাণাধীন। এরই মধ্যে ওভাল-আকৃতির ভবনটিতে আগুন লেগেছে। শহরের বাসিন্দা ৪৮ বছর বয়সী জো সায়েঘ বলেছেন, ‘এটা ভয়ঙ্কর, অবিশ্বাস্য। প্রত্যেক দিন আমরা সমস্যার মুখোমুখি হচ্ছি।’

লেবানিজ সংবাদমাধ্যম আল জাদিদের প্রকাশিত ছবিতে ১ লাখ বর্গমিটারের শপিং মল ভবনটির ভেতর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী বের হতে দেখা গেছে। একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, তারা আগুন নেভাতে পেরেছেন। এ ঘটনার তদন্ত করা হবে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দমকল বিভাগের এক কর্মী ফাদি মাজবোদি বলেছেন, ‘আমরা ফোন কলে জানতে পারি মাজিদিয়েহ মসজিদের কাছে আগুন লেগেছে। যখন আমরা পৌঁছালাম, তখন আগুন অনেক বেশি শক্তিশালী ছিল। নির্মাণাধীন ভবনটি বৈরুত মার্কেটে ওভাল বিল্ডিং নামে পরিচিত। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে দমকল কর্মী ও প্রতিরক্ষা কর্মকর্তারা সীমিত সামর্থ্য সত্ত্বেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে।’

বৈরুত বন্দরে গত মাসে অগ্নিকাণ্ডের পর এক সপ্তাহে এটি তৃতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। গত বৃহস্পতিবার ভয়াবহ আগুনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এ মাসের শুরুতেও আরেকটি আগুন লাগে এবং তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। এসব অগ্নিকাণ্ডের কারণ এখনও অজানা।

গত ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বৈরুতের বাসিন্দারা। ছয় বছর ধরে একটি গুদামে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে লাখ লাখ লোক এখনও আশ্রয়হীন।

ওই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এখনও তদন্ত চলছে। বিস্ফোরণের ছয়দিনের মাথায় অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তৎকালীন সরকার পদত্যাগ করেছিল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়