ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে আক্রান্ত পঞ্চাশ লাখ ছাড়ানোর দিনে মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২০
ভারতে আক্রান্ত পঞ্চাশ লাখ ছাড়ানোর দিনে মৃত্যুর রেকর্ড

ভারতে আরও ৯০ হাজার ১২৩ জনের করোনা পজিটিভ হওয়ায় সংক্রমণ পঞ্চাশ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৯০ জন, যা মহামারি শুরুর পর একদিনে সর্বোচ্চ।

দেশের ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে বুলেটিন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মোট আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জন। এখনও অসুস্থ ৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ জন। ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরায় সুস্থতার হার বেড়ে ৭৮.২৮ শতাংশ।

ভারতে করোনায় এখনও সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র অঙ্গরাজ্য। প্রতিদিন সেখানে ১৭ হাজারের বেশি রোগী পাওয়া যাচ্ছে, মোট ১০ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। তাদের পরে আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও উত্তরপ্রদেশ। অসুস্থ থাকা রোগীর প্রায় অর্ধেকই (৪৮.৮ শতাংশ) তিনটি অঙ্গরাজ্যের- মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ।

২৪ ঘণ্টায় মৃত্যুর ৬৯ শতাংশ হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও দিল্লিতে। মহামারিতে মোট মৃত্যুর ৩৭ শতাংশের বেশি হয়েছে মহারাষ্ট্রে (২৯৮৯৪)। গত একদিনে ৩৬৩ জন মারা গেছেন সেখানে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়