ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

টিকা নয়, মানসিকতার জোরেই দূর হবে করোনা : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২২:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২০
টিকা নয়, মানসিকতার জোরেই দূর হবে করোনা : ট্রাম্প

করোনা মহামারি দূর হওয়ার নতুন তত্ত্ব হাজির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, টিকা নয় বরং ‘সুরক্ষিত মানসিকতার’ মাধ্যমে দূর হয়ে যাবে করোনা মহামারি। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন।

সাংবাদিক জর্জ স্টিফানোপোলাস ট্রাম্পের কাছে জানতে চান, টিকা ছাড়াই করোনাভাইরাস দূর হবে কিনা।

জবাবে ট্রাম্প বলেন, ‘নিশ্চয়ই, সময়ের সঙ্গে।’

গত সাত মাসে যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ ৯৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। গত ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাবের প্রথম দিকে ট্রাম্প বলেছিলেন, ‘এটি হারিয়ে যাবে। এক দিন এটি অলৌকিকভাবে হারিয়ে যাবে।’

মঙ্গলবার সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি (করোনাভাইরাস) টিকা ছাড়াই দূর হয়ে যাবে জর্জ। সময়ের সঙ্গে এটি চলে যাবে এবং আপনার সুরক্ষিত মানসিকতার বিকাশ ঘটবে। এটি সুরক্ষিত মনের উন্নয়ন ঘটাবে, এটি ঘটবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়