ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১০ কর্মীর করোনায় সিউলে কিয়া মটরসের কারখানা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২০
১০ কর্মীর করোনায় সিউলে কিয়া মটরসের কারখানা বন্ধ

দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া মটরস সিউলে তাদের দুটি কারখানা বন্ধ করে দিয়েছে। ১০ কর্মীর করোনাভাইরাস পজিটিভ হলে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি সাময়িকভাবে তাদের সদর দপ্তরের দুটি কারখানা বন্ধ ঘোষণা করে।

কোম্পানির মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করার পর আমরা উৎপাদন বন্ধ করে দিয়েছি। এখন আমরা কারখানাগুলো জীবাণুমুক্ত করছি। কারখানা কখন আবার খোলা হবে, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’

বন্ধ হওয়া কারখানার একটি সোহারিতে পাঁচ হাজার আটশ কর্মী কাজ করেন এবং প্রত্যেক বছর ৩ লাখ ২০ হাজার গাড়ি উৎপাদন হয়, যা কিয়ার বৈশ্বিক উৎপাদনের ১০ শতাংশ।

দক্ষিণ কোরিয়ায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৬৫৭ জন, তাদের মধ্যে মারা গেছেন ৩৭২ জন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়