ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশ্বে প্রতি ২৫০ জনে এক জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৮:১২, ১৮ সেপ্টেম্বর ২০২০
বিশ্বে প্রতি ২৫০ জনে এক জন করোনায় আক্রান্ত

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। মোট জনসংখ্যার হিসেবে বিশ্বে প্রতি ২৫০ জনের মধ্যে এক জন করোনায় আক্রান্ত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

করোনার সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়ার্ল্ড মিটারের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার বিশ্বে করোনায় মোট আক্রান্তের মোট সংখ্যা তিন কোটি তিন লাখ ৩৫ হাজার ৪০০ জন। একই সময়ে ৯ লাখ ৫০ হাজারের বেশি মানুষ করোনার আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। ফেব্রুয়ারিতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে সারাবিশ্বে। মাত্র ৯ মাসে প্রতি এক হাজার জনে চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যভাবে বলতে গেলে বিশ্বে প্রতি ২৫০ জনের মধ্যে এক জন করোনায় আক্রান্ত। 

আক্রান্ত দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৬৮ লাখ ৭৫ হাজার। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ দ্রুত হারে বাড়তে শুরু করে।মাত্র সাড়ে চার মাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে, চলতি মাসের প্রথম থেকে ইউরোপের দেশগুলোতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। ফ্রান্সে ইতোমধ্যে দৈনন্দিন আক্রান্তের সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম দফায় করোনার ভয়াবহ সংক্রমণের শিকার স্পেনে ফের বাড়ছে সংক্রমণের হার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, সংক্রমণ প্রতিরোধে নিয়ম-কানুন না মেনে চলায় ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাস দ্বিতীয় দফায় ব্যাপক সংক্রমণ ঘটাবে। ইতোমধ্যে বিপজ্জনক মাত্রা সংক্রমণের লক্ষণও দেখা দিতে শুরু করেছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়