ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভারতে করোনা আক্রান্ত ৫২ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১০:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২০
ভারতে করোনা আক্রান্ত ৫২ লাখ ছাড়ালো

করোনা পরীক্ষা করা হচ্ছে (ফাইল ছবি)

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ৫২ লাখ ছাড়িয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৬ হাজার ৪২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মাধ্যমে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫২ লাখ ১৪ হাজার ৬৭৮ জনে।

একই সময়ে ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ১৭৪ জন মারা গেছেন। যার মাধ্যমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৩৭২ জনে।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের দ্বিতীয় জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৪১ লাখ রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৭৯ দশমিক ৮৬ শতাংশ।

ঢাকা/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়