ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরানে করোনার তৃতীয় দফা প্রাদুর্ভাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২২:১৪, ১৮ সেপ্টেম্বর ২০২০
ইরানে করোনার তৃতীয় দফা প্রাদুর্ভাবের হুঁশিয়ারি

ইরানে তৃতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ শুরু হচ্ছে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।  দেশটিতে আবারও দৈনন্দিন আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাচ্ছে।

চীনের পর ইরানেই প্রথম করোনার ব্যাপক সংক্রমণ শুরু হয়েছিল। মে মাসের প্রথম দিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কর্মকর্তারা। তবে জুনে দেশটিতে শুরু হয়ে ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ। ওই সময় থেকে আগস্টের শেষ নাগাদ দেশটিতে এক হাজার ৬০০ জনের বেশি করোনা আক্রান্তের মৃত্যু হয়।

শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৪৯ জন।  একই সময় ১৪৪ জন আক্রান্তের মৃত্যু হয়। এই নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৩ হাজার ৯৫২ তে পৌঁছলো।

ইরানের ন্যাশনাল করোনাভাইরাস কন্ট্রোল সেন্টারের পরিচালক ইরাচ হারিরচি জানিয়েছেন, সামনে সর্দি মৌসুম আসছে। এই সময়ে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের উপাচার্য আব্বাস আলি দোরস্তি জানিয়েছেন, যাতায়াত ও ভ্রমণ বেড়ে যাওয়া এবং মাস্ক পরাসহ কিছু বিধিনিষেধ পর্যবেক্ষণ না করায় সংক্রমণের হার বৃদ্ধির দিকে ফিরে যাবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়