ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সোলাইমানি হত্যায় জড়িত প্রত্যেকের ওপর হামলা চালাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২০
সোলাইমানি হত্যায় জড়িত প্রত্যেকের ওপর হামলা চালাবে ইরান

ইরানের রেভ্যুলুশনারি গার্ডের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িত প্রত্যেকের ওপর হামলা চালানো হবে।

শনিবার আইআরজিসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তিনি বলেছেন, ‘ট্রাম্প! আমাদের মহান জেনারেলকে শহীদ করার প্রতিশোধ নিশ্চিত, গুরুতর ও বাস্তবিক।’

সম্প্রতি মার্কিন ওয়েবসাইট পলিটিকো এক প্রতিবেদনে দাবি করেছে, জেনারেল সোলাইমানিকে হত্যার পর প্রতিশোধ হিসেবে দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা করতে চেয়েছিল ইরান।  মেজর জেনারেল হোসেইন সালামি এই দাবি নাকচ করে দিয়েছেন।

তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনারা কি মনে করেন আমাদের ভাইকে শহীদ করার বদলা হিসেবে এক জন নারীর ওপর হামলা চালাব? আমাদের তাদের ওপর হামলা চালাব যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। আপনাদের জানা উচিত, ওই ঘটনায় যে বা যারা সংশ্লিষ্ট ছিল তাদের প্রত্যেকের ওপর হামলা চালানো হবে এবং এটা গুরুতর বার্তা।’

গত সপ্তাহে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘তারা যদি যে কোনোভাবে আমাদের ওপর হামলা চালায় তাহলে তাদের ওপর এক হাজার গুণ কঠোর হামলা চালানোর লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়