ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২০
করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে 

মহামারি করোনায় যুক্তরাষ্ট্রে এখনো গড়ে দৈনিক আট শতাধিক মানুষ প্রাণ হারাচ্ছেন। দেশটিতে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

করোনা মহামারির শুরুর দিকে ধারণা করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সর্বোচ্চ দুই লাখ হতে পারে।

দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি বলেন, দুই লাখ মৃতের সংখ্যা খুবই ভাবনার বিষয় এবং কোনো কোনো ক্ষেত্রে বিস্ময়কর।

ফাউচি বলেন এর মানে এই নয় যে শীতের সময় মার্কিন যুক্তরাষ্ট্র আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে।

তবে দেশটির বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যবিধি পালিত না হওয়া নিয়ে চিন্তিত বলে তিনি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এ বছরের জানুয়ারি মাসে। মাঝে কিছু দিন সংক্রমণের গতি ধীর হলেও সম্প্রতি নর্থ ডাকোটা ও উটাহসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমণ আবারও বাড়ছে।

ঢাকা/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়