ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাসপাতাল থেকে ছাড়া পেলেন পুতিনের কট্টর সমালোচক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২০
হাসপাতাল থেকে ছাড়া পেলেন পুতিনের কট্টর সমালোচক

জার্মানির বার্লিনের হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি। বুধবার এক বিবৃতিতে দ্য চ্যারিটি হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত মাসে সাইবেরিয়ায় অসুস্থ হয়ে পড়েন নাভালনি। কোমায় থাকা অবস্থায়ই তাকে রাশিয়া থেকে বার্লিনে নেওয়া হয়। 

ওই সময় জার্মানি দাবি করেছিল, ফ্রান্স, সুইডেন ও বার্লিনে পরীক্ষার পর জানা গেছে নাভালনির ওপর নভিচক নার্ভ অ্যাজেন্ট প্রয়োগ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার কাছ থেকে ব্যাখ্যা দাবি করে। তবে রাশিয়া এই অভিযোগ নাকচ করে দিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘রোগীর উন্নতি ও বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসকদের বিশ্বাস, তার (নাভালনি) সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বিষপ্রয়োগে তার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’

কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যারিটি হাসপাতালে নাভালনি মোট ৩২ দিন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ২৪ দিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়