ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আইফেল টাওয়ারে বোমা পায়নি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২০
আইফেল টাওয়ারে বোমা পায়নি পুলিশ

বোমা হুমকির মুখে প্যারিসের আইফেল টাওয়ার থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হলেও সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার দুপুরে পুরো টাওয়ার এলাকা নিরাপত্তা বাহিনী ফেলেছিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অজ্ঞাতনামা এক ব্যক্তি টেলিফোনে পুলিশকে জানায় আইফেল টাওয়ারে বিস্ফোরক রাখা আছে। এর পরপরই সশস্ত্র পুলিশ কর্মকর্তারা টাওয়ারের আশেপাশের সড়কগুলো কর্ডন দিয়ে ঘিরে ফেলেন। বিস্ফোরক দল আইফেল টাওয়ার এলাকায় বোমা বা বিস্ফোরক পদার্থের খোঁজে তল্লাশি চালায়।

বিস্ফোরক না পাওয়ায় কয়েক ঘণ্টার মাথায় পুনরায় খুলে দেওয়া হয় আইফেল টাওয়ার।

পুলিশের এক মুখপাত্র জানান, তারা তল্লাশি চালিয়েছেন এবং কোনো বিস্ফোরক খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে এটা খুলে দেওয়া হয়েছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়