ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যুক্তরাজ্য ও ফ্রান্সে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২০  
যুক্তরাজ্য ও ফ্রান্সে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

যুক্তরাজ্য ও ফ্রান্সে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। শুক্রবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৬ হাজার ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের মোট সংখ্যা চার লাখ ৯৭ হাজার ২৩৭ এ পৌঁছেছে। একই সময় দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩১ হাজার ৫১১ জনে পৌঁছেছে।

পাবলিক হেলথ ইংল্যান্ড এক টুইটে বলেছে, একই সময় যুক্তরাজ্যে নতুন করে ছয় হাজার ৬৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ১৬ হাজার ৩৬৩ তে পৌঁছেছে। একই দিন দেশটিতে ৪০ জন আক্রান্তের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা এখন ৪১ হাজার ৯০২ জন। এর ফলে করোনায় মৃত্যুর তালিকায় ইউরোপের দেশগুলোর মধ্যে এখন যুক্তরাজ্য শীর্ষে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের মেডিকেল পরিচালক ইভোন্নো ডয়েল বলেন, ‘এটি সর্বোচ্চ রেকর্ড এবং আমাদের সবার জন্য সতর্ক বার্তা। এই বার্তা পরিষ্কার। সব বয়সের মানুষের মধ্যে পজিটিভের হার বাড়ছে এবং আমরা হাসপাতাল ও জটিল সেবা বিভাগে ভর্তির হার বাড়তে দেখতে শুরু করেছি।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়