ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৯:১৬, ১ অক্টোবর ২০২০
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু 

বিতর্কিত অঞ্চল নিয়ে প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। আজারবাইজানের অন্তত একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে শনিবার বিবিসি জানিয়েছে। উভয় পক্ষই হামলায় বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে।

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই বিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

আজারবাইজান বিমান ও গোলন্দাজ হামলা শুরু করেছে বলে জানিয়েছে আর্মেনিয়া। পরে দেশটিতে সামরিক শাসন জারি ও সেনাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। 

আজারবাইজান জানিয়েছে, সীমান্তজুড়ে শুরু হওয়া গোলাবর্ষণের জবাব দিচ্ছে তারা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়পক্ষকে যুদ্ধবিরতি এবং পরিস্থিতি স্থিতিশীল করতে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে।

আর্মেনিয়া ও আজারবাইজান এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশ দুটি স্বাধীন হয়। গত চার দশক ধরে নাগোরনো-কারবাখ অঞ্চল নিয়ে বিরোধে জড়িয়ে আছে দুই প্রতিবেশী। নাগোরনো-কারবাখ অঞ্চলকে আন্তর্জাতিকভাবে আজারবাইনের অংশ বলে স্বীকৃতি দেওয়া হলেও আর্মেনিয়ার নৃগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়ে গেছে এলাকাটি।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়