ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নির্বাচনের আগে ট্রাম্পকে করোনার টিকা দিতে পারছে না মডার্না

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ১ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:১৯, ১ অক্টোবর ২০২০
নির্বাচনের আগে ট্রাম্পকে করোনার টিকা দিতে পারছে না মডার্না

প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনার টিকা সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠান মডার্না। বুধবার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল এ তথ্য জানিয়েছেন।

মডার্নার এই ঘোষণা টিকা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশার ওপর বড় আঘাত বলে বিবেচেনা করা হচ্ছে। কারণ গত মাসে তিনি ঘোষণা দিয়েছিলেন ৩ নভেম্বরেরই আগেই করোনার টিকা পাবে যুক্তরাষ্ট্র। মর্ডানার এই ঘোষণার পর বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন হয়তো এখন রাজনৈতিক কারণে টিকা উন্নয়নের নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করবে।

প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল সাক্ষাৎকারে  বলেছেন, ‘২৫ নভেম্বর হচ্ছে সেই সময় যখন ইইউএ ফাইলে পর্যাপ্ত নিরাপত্তা তথ্য রাখা সম্ভব হবে যেটি আমরা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশনে (এফডিএ) পাঠাতে পারব। ধারণা করছি নিরাপত্তা তথ্য ভালো হবে, তার মানে টিকা নিরাপদ হতে পারে।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়