ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিষপ্রয়োগের পেছনে পুতিন রয়েছেন : নাভালনি 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১ অক্টোবর ২০২০  
বিষপ্রয়োগের পেছনে পুতিন রয়েছেন : নাভালনি 

রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির দাবি, তাকে বিষপ্রয়োগের পেছনে প্রেসিডেন্ট পুতিনই রয়েছেন বলে তিনি বিশ্বাস করেন। জার্মান সংবাদমাধ্যম ডের স্পাইজেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন।

নাভালনি বলেন, আমার ধারণা এই কর্মকাণ্ডের পেছনে পুতিন রয়েছেন। আমি অন্যকোনো ব্যাখ্যা পাচ্ছি না।’

আগস্টের শেষ দিকে পুতিনের সমালোচক নাভালনি সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কোয় ফেরার পথে এক কাপ চা পানের পর অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর তাকে জার্মানির বার্লিনে নিয়ে যাওয়া হয়। পরে জার্মানি জানায়, নাভালনিকে নোভোচিক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল বলে ফ্রান্স ও সুইডেনে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে। এর জন্য পুতিনকে দায়ী করা হলেও মস্কো তা অস্বীকার করেছে।

পুতিন কেন তাকে মারতে চান জানতে চাওয়া হলে নাভালনি ডের স্পাইজেলকে বলেন, ‘ক্রেমলিন বুঝতে পেরেছে বেলারুশের মতো পরিস্থিতি ঠেকাতে তাদের অবশ্যই চরম পদক্ষেপ নিতে হবে।’

সম্প্রতি বেলারুশে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। লুকাশেঙ্কো ক্ষমতা থেকে সরতে অস্বীকৃতি জানিয়েছেন। 

নাভালনি বলেন, ‘ব্যবস্থাটি তার টিকে থাকার জন্য লড়াই করছে এবং আমরা স্রেফ তার পরিণতির কবলে পড়েছি।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়