ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় আক্রান্ত ট্রাম্পকে নিয়ে চীনের ঠাট্টা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২ অক্টোবর ২০২০  
করোনায় আক্রান্ত ট্রাম্পকে নিয়ে চীনের ঠাট্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া করোনায় আক্রান্তের খবর প্রকাশের পরপর তাদের উদ্দেশে তীর্যক মন্তব্য করেছে চীন। দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক বলেছেন, ‘এটা তাদের প্রাপ্য ছিল।’

শুক্রবার সকালে এক টুইটে প্রধান সম্পাদক হু শিজিন বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি কোভিড-১৯ নিয়ে তাদের বিশাল জুয়া খেলার মূল্য দিলেন।’

তিনি লিখেছেন, ‘এই খবরে যুক্তরাষ্ট্রে মহামারি পরিস্থিতির ভয়াবহতাকে প্রদর্শন করেছে। এটি ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ইমেজে নেতিবাচক প্রভাব ফেলবে এবং তার পুনর্নির্বাচনেও নেতিবাচক প্রভাব ফেলবে।’

চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র চীনা ডেইলি লিখেছে, ‘করোনাভাইরাসের বিস্তার যে অব্যাহত আছে এটা তার আরেকটি ইঙ্গিত, যদিও ট্রাম্প  মরিয়াভাবে প্রমাণের চেষ্টা করেছিলেন করোনা আর বিপজ্জনক হয়ে দেখা দিচ্ছে না।’

করোনার প্রাদুর্ভাবের পর ট্রাম্প এর জন্য চীনকে দায়ী করে আসছিলেন। এই চীন ইস্যুতে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সদস্য পদও প্রত্যাহার করে নিয়েছিলেন। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়