ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৩ মাসের মধ্যে আসছে অক্সফোর্ডের করোনা টিকা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৩ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:৪১, ৩ অক্টোবর ২০২০
৩ মাসের মধ্যে আসছে অক্সফোর্ডের করোনা টিকা

আগামী তিন মাসের মধ্যে করোনাভাইরাসের টিকার একটি বড় উৎপাদন বাজারে আনতে যাচ্ছে যুক্তরাজ্য। সরকারের বৈজ্ঞানিক কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস এ তথ্য জানিয়েছে। 

অক্সফোর্ডের টিকা নিয়ে কর্মরত বিজ্ঞানীদের প্রত্যাশা, নিয়ন্ত্রক সংস্থা ২০২১ সাল শুরুর আগেই টিকার অনুমোদন দেবে।

টাইমস জানিয়েছে, পূর্ণ টিকাদান কর্মসূচি দ্রুত শুরু করা যাবে বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। তবে এই প্রকল্পে শিশুরা থাকছে না। আগামী ছয় মাসের মধ্যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক এক ডোজ টিকা পাবেন বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

দ্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে, তারা আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার সম্ভাব্য টিকার তথ্য রিয়েল টাইমে পর্যালোচনা শুরু করেছেন। টিকা দ্রুত প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্য প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

টাইমস জানিয়েছে, ইউরোপীয় এই পর্যালোচনার ফলে করোনা মোকাবিলায় ইউরোপে প্রথম টিকা হিসেবে অনুমোদন পেতে যাচ্ছে অক্সফোর্ডের টিকা।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়