ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রাম্পের জন্য উনের প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ৩ অক্টোবর ২০২০  
ট্রাম্পের জন্য উনের প্রার্থনা

করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। এতে তিনি ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। শনিবার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি উনের চিঠির ব্যাপারে বলেছে, ‘তিনি আন্তরিকভাবে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। নিশ্চিতভাবে তারা এ থেকে আরোগ্য পাবে বলে তিনি প্রত্যাশা করেছেন।  তিনি তাদেরকে উষ্ণ শুভেচ্ছা পাঠিয়েছেন।’

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এই প্রথম কোনো বিশ্বনেতা করোনায় আক্রান্তের পর কিম জং উন মঙ্গল কামনা করে চিঠি পাঠালেন।

শুক্রবার ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আরও পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য দিন শেষে তাকে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা বাড়ায় ২০১৮ সালের জুন থেকে ট্রাম্প ও কিম জং উন তিন দফা বৈঠক করেছেন। তবে পিয়ংইয়ংকে নিরস্ত্রীকরণে সফল হয়নি যুক্তরাষ্ট্র।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়