ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আজারবাইজানের ওপর হামলা চালিয়েছে আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:৪১, ৪ অক্টোবর ২০২০
আজারবাইজানের ওপর হামলা চালিয়েছে আর্মেনিয়া

আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাঞ্জাতে রকেট হামলা চালিয়েছে আর্মেনিয়া। এতে এক বেসামরিক নাগরিক নিহত ও চার জন আহত হয়েছে। রোববার আজারবাইজানের প্রেসিডেন্টের সহযোগী হিকমত হাজিয়েভ এ তথ্য জানিয়েছেন।

আজারবাইজান এই হামলার প্রতিশোধ হিসেবে আর্মেনিয়ার সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

গত সপ্তাহে বিতর্কিত সীমা নাগরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে পরোক্ষ লড়াই শুরু হয়। মূল লড়াইটি আর্মেনিয়ার সঙ্গে নয় বরং নাগরনো-কারাবাখে আর্মেনিয়ার অনুগত বাহিনী ও আজারবাইজানের মধ্যে চলছিল। এবার যুদ্ধে আর্মেনিয়া সরাসরি নিজেদের সম্পৃক্ত করলো।

প্রেসিডেন্টের সহযোগী হিকমত হাজিয়েভ বলেছেন, ‘আর্মেনিয়ার অভ্যন্তরের যেখান থেকে গোলাবর্ষণ করা হচ্ছে আজারবাইজান সেসব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করবে।’

তিনি জানান, নাগরনো-কারাবাখ সীমান্তবর্তী আজেরিতেও হামলা চালিয়েছে আর্মেনিয়া। সেখানে বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।

আর্মেনিয়া অবশ্য আজারবাইজানের ওপর সরাসরি হামলার অভিযোগ অস্বীকার করেছে।

নাগরনো-কারাবাখের নেতা জানিয়েছেন, তার বাহিনী গাঞ্জার একটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল। তবে বেসামারিক হতাহত ঠেকাতে গোলাবর্ষণ বন্ধ রাখা হয়।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়