ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দিল্লিতে করোনায় মৃতদের দাফনে কবরস্থান সংস্কার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৬ অক্টোবর ২০২০  
দিল্লিতে করোনায় মৃতদের দাফনে কবরস্থান সংস্কার

ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। মৃতদেহ কবর দেওয়ার মতো স্থান সংকুলান না হওয়ায় রাজধানী দিল্লির সবচেয়ে পুরাতন কবরস্থানটি সংস্কারের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত এপ্রিলে দিল্লির জাদিদ কবরস্থানে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এক ব্যক্তির দাফন হয়। এ পর্যন্ত সেখানে সাত শতাধিক মৃতদেহ দাফন করা হয়েছে। করোনায় মৃতের সংখ্যা বাড়ায় আর ৪০০ দেহ যাতে দাফন করা যায় সেজন্য কবরস্থানটির সংস্কার কাজ শুরু হয়েছে।

কবরখোদকদের প্রধান মোহাম্মদ শামিম বলেন, ‘কবরের জন্য আরও জমি পরিষ্কার করা আমরা প্রত্যাশা করছি না। কিন্তু দেহ কেবল আসছেই।’

করোনায় মৃতদের দাফন করতে যেয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও জানান শামিম।

তিনি বলেন, ‘গত আট মাস ধরে আমাদের অনেক কাজ করতে হচ্ছে, কিন্তু এরপরও সরকারের কাছ থেকে খুব কমই সহযোগিতা পাওয়া যায়, বিশেষ করে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের বেলায়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়